মো: আল মাসুম খান
বৃহস্পতিবার খুলনায় ব্যতিক্রমধর্মী আয়োজনে পালিত হলো এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সামাজিক সংগঠন ‘জ্যোতি’র শিশুদের আবাসস্থলে পথশিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইতালি থেকে আগত ফাদার লুপি, জ্যোতির নির্বাহী পরিচালক মোহাসেনা রুনা এবং সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম।
বক্তব্যে অতিথিরা বলেন, সমাজের অবহেলিত শিশুদের নিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে আগামীর পথে উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন জ্যোতির নির্বাহী পরিচালক মোহাসেনা রুনা। পরে কেক কাটেন অতিথিরা এবং পথশিশুদের মুখে কেক তুলে দেন। স্বাগত বক্তব্য রাখেন এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি দর্শক ফোরামের আহ্বায়ক হুমায়ুন কবীর বাবুল।
শেষে পথ শিশুদের পরিবেশনায় গান ও নৃত্য অনুষ্ঠিত হয় এবং এনটিভির পক্ষ থেকে শিশুদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।