প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) গভীর রাতে ওই গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার সময় তার স্বামী কবীর হাওলাদার বাড়িতে ছিলেন না। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার ইউনুস হাওলাদার নামের এক ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তিনি জানান, ইউনুস হাওলাদার তাকে একাকী পেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায়। এতে তিনি প্রাণভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে এবং অভিযুক্ত ইউনুস হাওলাদারকে আটক করে।
তবে স্থানীয়দের হাতে আটক হওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ইউনুস হাওলাদারকে একদল লোক এসে জোরপূর্বক ঘটনাস্থল থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরেই ইউনুস হাওলাদার নানা অপকর্মের সঙ্গে জড়িত, কিন্তু প্রভাবশালী একটি মহলের আশ্রয়ে থাকায় সে বারবার পার পেয়ে যাচ্ছে।
ঘটনার পর স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং নারী অধিকার কর্মীরা অভিযুক্ত ইউনুস হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনা যদি আইনের আওতায় না আনা হয়, তবে সমাজে ধর্ষণের মতো অপরাধ আরও বাড়বে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”