মো: আল মাসুম খান,
পবিত্র আশুরা উপলক্ষে খুলনা মহানগরীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ উপলক্ষে গতকাল ৫ জুলাই ২০২৫, শনিবার বিকেলে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, শান্তিপূর্ণ ভাবে তাজিয়া মিছিলসহ আশুরার সকল কর্মসূচি সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে খুলনা মহানগরীতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে আমাদের নজর থাকবে সর্বক্ষণ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) এবং সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আব্দুল্লাহ-আল-মাসুম এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ত.ম রোকনুজ্জামান।
এ সময় খুলনার শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ প্রশাসন তাঁদের আশ্বস্ত করে যে, ধর্মীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।