মো: আল মাসুম খান
৬ জুলাই রবিবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ডা: শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন কয়েকটি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট (AFPD)-এর চেয়ারম্যান ড. সাইয়েদ আজমান বিন সাইয়েদ আহমাদ নভভি। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মুহাম্মাদ সুহাদা ওসমান, AFPD ও জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট-এর সেন্ট্রাল কমিটির সদস্য ড. মাহমুদ এইভ আবিয়ারি এবং AFPD-এর কো-অর্ডিনেটর মুহাম্মাদ ফাইয়েজ বিন মুহাম্মাদ নবী।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, এবং মাওলানা আনম শামসুল ইসলাম। এছাড়াও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ইসলামিক দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর বৈঠকে অংশ গ্রহণ করেন।
বৈঠকে পারস্পরিক সৌহার্দ্য, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, এবং মুসলিম বিশ্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর অতীত ও বর্তমান কর্মকাণ্ডের বিষয়ে আগ্রহ প্রকাশ করে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় দলটির ভূমিকার প্রশংসা করেন। উভয় পক্ষ ভবিষ্যতেও এ ধরণের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।