আল মাসুম খান,
আগামী শুক্রবার (১১ জুলাই) খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকালে নগরীর শিববাড়ি মোড়ে এবং সন্ধ্যায় খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস মোড়ে পথসভা হবে। ইতোমধ্যে খুলনার নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানা কার্যক্রম চালাচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, দুই পথসভায় ২০ থেকে ২৫ হাজার মানুষের সমাগমের লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন।
আজ বুধবার, ৯ জুলাই দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এনসিপির খুলনা জেলা কমিটি ও মহানগর সংগঠকদের ব্যানারে পৃথক দুটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচিতে রয়েছে—জুমার নামাজ নগরীর বাইতুন নূর মসজিদে আদায়, বিকাল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিকাল ৫টায় শিববাড়ি মোড়ে প্রথম পথসভা এবং সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে দ্বিতীয় পথসভা। এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ। তিনি বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরশাসনের পতনের বছর পূর্তির দ্বারপ্রান্তে আমরা। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান, বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এনসিপি পদযাত্রা করছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিববাড়ি মোড় থেকেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল। এবারও সেই মোড়েই হবে ‘জুলাই বিপ্লবীদের’ পুনর্মিলনী। জনতার দ্বারে পৌঁছাতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমরা বার্তা পৌঁছে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মো: আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাইফুল ইসলাম, সজীব মোল্লা, রাফসান রফিক ওশান, সানজিদা আফরিন আখি, জয় বৈদ্য প্রমুখ।
এনসিপির খুলনা মহানগর সংগঠকদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহম্মদ হামীম রাহাত। তিনি বলেন, ১১ জুলাই পদযাত্রা সফল করতে মহানগর সংগঠকরা প্রস্তুত। খুলনাবাসীকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদ পাঠান, ইকবাল মোড়ল, তুহিন, অ্যাডভোকেট মঈনুল ইসলাম জীবন, রাবেয়া, সাদিয়া শিমু, রমজান শেখ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।