মো: আল মাসুম খান,
খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার বলেছেন, ডেঙ্গু একটি বাস্তব ও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। এটি প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক যেভাবে আমরা করোনার সময় সম্মিলিত ভাবে কাজ করেছি, ঠিক সেভাবেই এখন ডেঙ্গুর বিরুদ্ধেও লড়তে হবে।
তিনি আরও বলেন করোনার মতো ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে ডেঙ্গুও মোকাবিলা করা সম্ভব।
আজ বৃহস্পতিবার ১০ জুলাই, সকাল ১১টায় খুলনার রূপসা উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘ডেঙ্গু ও করোনা প্রতিরোধ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ করে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। জ্বর হলে নিজেকে পরিবারের অন্যদের থেকে আলাদা রাখুন। ডেঙ্গু ছড়ায় মশার মাধ্যমে, করোনা ছড়ায় শ্বাসপ্রশ্বাসে। তাই আলাদা কক্ষে বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
প্রধান অতিথি বলেন, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষদের নিজ নিজ এলাকায় সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিতা, এবং সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাশ, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাজেদুল হক কাউসার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, ডা. তাহমিদা খানম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবীব, পল্লী বিদ্যুৎ এজিএম এ. হালিম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী, প্যানেল চেয়ারম্যান আসাফুর রহমান, ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী, সাধারণ সম্পাদক মুফতি জোনায়েদ আহমেদ, এমপি সদস্য মাসুম শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাব সভাপতি আ: রাজ্জাক শেখ, প্রেসক্লাব রূপসা সভাপতি রাজু আহমেদ খান শহীদ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেনজির হোসেন, মডেল মসজিদের কেয়ারটেকার আ. সালাম, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম ও সুধীজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস ও হুইল চেয়ার বিতরণ করেন।