বিশেষ প্রতিনিধিঃ
বরগুনা জেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার স্বেচ্ছায় বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানী শেষে জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। মো: মোশাররফ হোসেন বরগুনা সদরের আয়লাপাতাকাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নাইমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা দেখিয়ে ৩০ এপ্রিল বরগুনা থানায় ১৫৮ জন আরও অজ্ঞাত দুই শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মিদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় প্রধান আসামী দেখানো হয়েছে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শমভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, জাহাঙ্গীর কবীর ও সদ্য বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। মো, মোশাররফ হোসেন ২ জুন হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাই কোর্ট তাকে জামিন না দিয়ে ৬ সপ্তাহের মধ্যে বরগুনা জেলা ও দায়রা জজ কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
রাস্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর আলহাজ মো: নুরুল আমীন বলেন, মহামান্য তাকে জামিন দেয়নি। তা ছাড়া মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অগ্নিসংযোগের সুনির্দিস্ট অভিযোগ রয়েছে।
মো: মোশাররফ হোসেনের আইনজীবী মো. মজিবুর রহমান ফরহাদ বলেন, মোশাররফ হোসেন বহু বছর আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে আয়লাপাতাকাটা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাকে হয়রানি করার জন্য প্রায় তিন বছর আগের একটি কাল্পনিক ঘটনা দেখিয়ে আসামী করা হয়েছে।