এস এম হুসাইন বিল্লাহ
পুলিশ কারো ব্যক্তিগত গোলাম হতে পারেনা পুলিশ কারো হুমকি ধুমকি দালালের ধার ধারেনা, পুলিশ কারো গৃহ পালিত পশু কুত্তা হবেনা পুলিশ কোনো বেঈমানের দেহরক্ষী হবেনা।
যে-ই গদিতে জেঁকে বসে পুলিশকে দেয় ধমক গোলামের জাত নেতা হয়ে দেখাতে চায় চমক, দিবানিশি কর্মরত নেই দুচোখে পলক পুলিশ কভু আর হবেনা চোর ডাকাতের শ্যালক।
জাতীয় কবি কাজী নজরুল পুলিশের অবদান স্বাধীনতা যুদ্ধে পুলিশ রেখেছেন সম্মান, বাঁদির বাচ্চা নেতা হয়ে পুলিশকে দেয় জ্ঞান দেশ ও জাতির সম্মান দিতে পুলিশ হারায় প্রাণ।
সুদখোর আর ভূমিদস্যু, ঘুষখোর আছে যত তাদের কাঁছে পুলিশ কেন করবে মাথা নত? জনগণকে বাঁচিয়ে পুলিশ হয় ক্ষত বিক্ষত তারপরেও ঢালাও ভাবে পুলিশের দোষ যত।
সন্ত্রাসী আর চোর মরলে মানব বন্ধন হয় শোক মিছিলে মীরজাফর আর মোসতাকদের জয়, মরলো পুলিশ শত শত একোন অবজ্ঞায়? বিদ্যা প্রতিবন্ধিরা কি সেই কথাটি কয়?
গোয়েন্দা তদন্ত রিপোর্ট চার্জশীট দেয় পুলিশ দুই পক্ষের কথপোকথন কার কি আছে নালিশ, টেলি- মোবাইলে হুমকি ধুমকি আর কত তৈল মালিশ দোষীরা সব মুক্ত হলো দায়বদ্ধ পুলিশ।
এমনকি করেই অবিচার হয় বিচার কার্যালয়ে মুখোশধারী লড়াই করে অপরাধীর হয়ে, সত্যবাদী কোর্ট ত্যাগ করে মুখ কালো মাথা নুয়ে সত্যরিপোর্ট মিথ্যা হলো অপরাধী নাচে জয়ে।
শান্তি রক্ষায় বিশ্বের বুকে পুলিশ রেখেছে মান নির্বিচারে তারপরেও পুলিশ হারায় প্রাণ, ১১ দফাই শেষ কথা নয় গাও সংগ্রামী গান বাঁচবে পুলিশ বাঁচাতে হবে পুলিশের সম্মান।
হাইড্রোলিক আর কালো ধোঁয়ায় পুলিশের জান ক্ষয় অফিস ছাড়া ৪ ঘন্টা বেশি ডিউটি নয়-, পুলিশ বিভাগ থাকবে স্বাধীন আনসার সহকারী আর সবে চলো যে যার আইনে দেখাও বাহাদুরী।
সাংবাদিক আর পুলিশ করকে কারে নালিশ কার আদরে ঘুমিয়ে পড়ে রয়না মাথায় বালিশ, ১১ দফা না মানলে মানবেনা কারো শালিশ বীরদর্পে এগিয়ে যাবে বাংলাদেশের পুলিশ।