মো: আল মাসুম খান,
মোংলা বন্দরে ২০২৪–২৫ অর্থ বছরের সব লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ১০ জুলাই, দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন বলেন, ২০২৪–২৫ অর্থ বছরে মোংলা বন্দরে মোট ৮৩০টি জাহাজ এসেছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি। এই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০৪.১২ লাখ মেট্রিক টন, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৮.৮০ লাখ মেট্রিক টন। কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২১,৪৫৬ টিইইউজ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০,০০০ টিইইউজ। রাজস্ব আয় হয়েছে ৩৪,৩৩৩.০০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রা ৩৩,৩৮৭.০০ লাখ টাকার চেয়ে বেশি। একই সময়ে মোট ১১,৫৭৯টি গাড়ি আমদানি হয়েছে।
তিনি আরও জানান, মোংলা বন্দরে প্রতি বছর ১,৫০০টি জাহাজ, ১.৫ কোটি মেট্রিক টন কার্গো, ১ লাখ টিইইউজ কনটেইনার এবং ২০,০০০ ইউনিট গাড়ি হ্যান্ডলিং করার সক্ষমতা রয়েছে।
মোংলা বন্দরের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ১৪৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলের ক্যাপিটাল ও সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি ও তা সংরক্ষণ, নিরাপদ ও পরিবেশবান্ধব চ্যানেল নিশ্চিত করা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যতের চাহিদা অনুযায়ী বন্দর সক্ষমতা বৃদ্ধি, পুরনো জলযান প্রতিস্থাপন ও নতুন জলযান সংগ্রহ, জলযান ও ইকুইপমেন্ট মেরামতের সুবিধা গড়ে তোলা এবং দক্ষ ও পর্যাপ্ত জনবল তৈরি করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মো: মোস্তফা কামাল, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খাঁন, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার এস এম আবজালুল ইসলাম, উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো: মাকরুজ্জামান, উপ প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মাহফুজুর রহমান।
্