মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন সোম বাজার ঈদগাহ মাঠের কাছে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে ভিকটিম:- অজ্ঞাত পুরুষ লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন কালীগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টঙ্গী নৌ -পুলিশকে সংবাদ দেয় টঙ্গী নৌ -পুলিশের এসআই( নিঃ)মাহমুদুর রহমান মোবাঃ ০১৩২০১৬৪১৩০ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের মৃত দেহ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে, মৃত দেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ মরাদেহটি গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতেলে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।