মহরম গাজী মাহিম||
আজ ( ০৫/ ১১ / ২০২৪ ইং ) খুলনা সোনাডাঙ্গা এম এ বারী সড়ক ট্রাক স্টান্ডে সকাল ১০ টায় গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর গণঅধিকার পরিষদের আহবায়ক জি এম শফিকুল ইসলামের নেতৃত্বে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর গণঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল্লাহ বাবু , খুলনা মহানগর গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দীন রাজিব, সিরাজুল ইসলাম হিরা, মশিউর রহমান পরাগ, শেখ রিয়াজ উদ্দীন, ফয়সাল , সাগর, রিন্টু প্রমুখ ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন , সীমান্ত এলাকায় ভারত এখনো বাংলাদেশের নাগরিকদের পাখির মতো গুলি করে মারছে। শেখ হাসিনার মতো স্বৈরাচার খুনিকে তারা আশ্রয় দিয়ে ভুল করেছে। জনগন ভারতকে এখন ঘৃনা করে। বক্তারা খুলনাবাসীকে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানান। পরে ট্রাক স্টান্ড ও আশে পাশে ভারতীয় পণ্য বর্জনের লিফলেট বিতরন করা হয়।