মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের ফোনালাপে তার সঙ্গে ‘গঠনমূলক বাক্যবিনিময়’ হয়েছে বলেও জানান তিনি।\ট্রাম্প বরাবরই বলে আসছেন, তার অগ্রাধিকার হচ্ছে যুদ্ধের অবসান ঘটানো এবং ইউক্রেনকে সামরিক সহায়তার নামে মার্কিন সম্পদের অপচয় বন্ধ করা।
এদিকে, পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে চলমান ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে মস্কোকে সহায়তা করতে ক্রেমলিনের অন্যতম প্রধান মিত্র উত্তর কোরিয়া তার হাজার হাজার সেনা পাঠিয়েছে।অপরদিকে, কিয়েভের আপত্তি সত্ত্বেও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গতকাল শুক্রবার ফোনে দীর্ঘ এক ঘণ্টা কথা বলেন। এমন নানা পরিস্থিতির মুখে পড়ে জেলেনস্কি যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।