বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তির সঙ্গে ওমরাহ পালনে সক্ষম করার জন্য সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানান হজ ও ওমরাহ প্রোগ্রামের ইসলামিক অ্যাফেয়ার্স, কল ও গাইডেন্স এবং জেনারেল সুপারভাইজার শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ। তিনি বলেন, বিনা খরচে ওমরাহ পালনের অনুমতি ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি নেতৃত্বের ‘মহান যত্নের একটি সম্প্রসারণ’।তিনি আরও বলেন, এটি বিশ্বের বিভিন্ন অংশে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করবে।