
প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। শুক্রবার (২২ নভেম্বর) সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দু’দল। ম্যাচের একদিন আগে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে ভারতকে। চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার খলিল আহমেদ।অনুশীলনের সময় চোট পান এই বাঁহাতি পেসার। তার পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে রিজার্ভে থাকা ইয়াশ দয়ালকে। বর্তমানে ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলার জন্যে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন তিনি। তবে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন দয়াল।
সংবাদ সংস্থা পিটিআই’কে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।তিনি বলেন, ‘মিচেল স্টার্ককে সামলানোর জন্য নেটে এক জন বাঁহাতি পেসার প্রয়োজন ভারতের। সেই কারণে বাঁহাতি পেসার খলিলের বদলে এক জন বাঁহাতি পেসারকেই আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ভারত ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল দয়ালের। কিন্তু খলিল যদি বল করতে না পারে তা হলে ওকে অস্ট্রেলিয়ায় রেখে কী লাভ?’