দ্বিতীয় দিনের সপ্তম বলে উইকেটে শিকারের আনন্দে মাতে ভারত। ১৯ রান নিয়ে খেলতে নেমে বুমরাহর বলে আউট হন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ৩টি চারে ক্যারি ২১ রান করেন। ক্যারিকে আউট করে টেস্ট ক্যারিয়ারে ১১তম বারের মত ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন বুমরাহ।
এরপর ন্যাথান লিওনকে ৫ রানে বিদায় করে দলীয় ৭৯ রানে অস্ট্রেলিয়ার নবম উইকেটের পতন ঘটান অভিষেক টেস্ট খেলতে নামা হর্ষিত রানা। শেষ উইকেটে ২৫ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে একশোর নীচে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে রক্ষা করেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।২টি চারে ২৬ রান করা স্টার্ককে আউট করে অস্ট্রেলিয়ার ইনিংস ১০৪ রানে শেষ করেন রানা। বুমরাহ ৩০ রানে ৫টি, রানা ৩টি ও মোহাম্মদ সিরাজ ২ উইকেট নেন।বোলারদের নৈপুন্যে প্রথম ইনিংসে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। অস্ট্রেলিয়ার বোলারদের দেখেশুনে খেলে ভারতের রানের চাকা ঘুড়িয়েছেন জয়সওয়াল ও রাহুল।
এ সময় টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি পূর্ণ করেন জয়সওয়াল। ৪৮তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফিফটির দেখা পান রাহুল।জোড়া ফিফটির পর ইনিংস বড় করেছেন জয়সওয়াল ও রাহুল। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছেন দু’জনে। জয়সওয়াল ১৯৩ বলে ৯০ এবং ১৫৩ বলে রাহুল ৬২ রানে অপরাজিত আছেন।