লিটন কুমার ঢালী, বেতাগী,প্রতিনিধি :
বেতাগীতে অবৈধভাবে কৃষি প্রণোদনা বিক্রির অভিযোগ ভ্রাম্যমান আদালতে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজারে অবৈধভাবে কৃষি প্রণোদনার সার, মেয়াদোর্ত্তীন কীটনাশক ওষুধ ও ধান বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজারে একটি দোকানে কৃষি প্রণোদনার সার ও ধান অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় এবং মুদি দোকানে খাদ্যদ্রব্যের সাথে কীটনাশক সার, ঔষধ মজুদ রাখা, মেয়াদোত্তীর্ণ খাবার ও বিভিন্ন পণ্য রাখায় মো. রফিকুল ইসলাম মৃধা নামে এক দোকানিকে এই জরিমানা করা হয়েছে। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেস্ট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহাকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ এবং বেতাগী থানার পুলিশ সদস্যবৃন্দ।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন,’ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সার এবং বীজের সদ্ব্যবহার নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।’