বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ ৩৫% মার্কিন শুল্ক: প্রথম দিনের আলোচনা শেষে ইতিবাচক উভয়পক্ষ হাসিনার গুলির নির্দেশের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিবিসি বরগুনায় বিএনপি অফিস ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যান জেল হাজতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ সারজিস আলমের বক্তব্যের বিষয় আপনার মতামত কি? ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ মাঝরাতে ঘুম ভেঙে গেলে কী করবেন জামালপুরে ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, স্থাপন হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ সালথাজুড়ে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে ; খুলনা মহানগরী আমীর। ফকিরহাটে হ্যামকো কারখানায় কোটি টাকার ডাকাতি: মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ : তালুকদার আবদুল খালেক ও হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা। খুলনায় এনসিপির পদযাত্রা ও পথসভা ১১ জুলাই। বীরগঞ্জে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে গ্রামের মানুষ ‘আল্লাহ বিচার করবেন’ জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের এখন সময় ভালো যাচ্ছে না, তবে আমি সব সময় আশাবাদী মানুষ: মির্জা ফখরুল এক কলেজে তিন অধ্যক্ষ চেয়ার দখল নিয়ে রশি টানাটানিতে প্রশাসনিক জটিলতা, পাঠদানে ব্যাহত

নৌবাহিনী জাহাজ ‘বিশখালী’র কমিশনিং অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ / ৪৯
আপডেটঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ নৌবাহিনীর নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’।শনিবার (৩০ নভেম্বর) খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।আইএসপিআর জানায়, বিশখালী নদীর নামে নামকরণ করা ‘বানৌজা বিশখালী’ নামে একটি জাহাজ ১৯৭৮ সালে নৌবাহিনীতে কমিশনিংয়ের পর থেকে সব অপারেশনাল কর্মকাণ্ডে সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছে। দীর্ঘ ৩৬ বছর দেশের জলসীমার সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি ২০১৪ সালে নৌবাহিনী থেকে ডি-কমিশন করা হয়। পরবর্তী সময়ে খুলনা শিপইয়ার্ডে ২০১৯ সালের ২ ডিসেম্বর নতুন করে জাহাজটি নির্মাণের লক্ষ্যে কিল লেয়িং করা হয়।

৪১তম পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের পঞ্চম জাহাজ ‘বানৌজা বিশখালী’ নির্মাণ শেষে ২০২৩ সালের ২২ নভেম্বর নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয় বলেও জানায় আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত জাহাজটির দৈর্ঘ্য ৫১ দশমিক ৬ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৫ মিটার। জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি ৪০ মিলি মিটার বফর গান, দুটি ১২ দশমিক ৭ মিলি মিটার হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সারভাইলেন্স র‌্যাডার, জিপিএস, ইকো-সাউন্ডার সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত।

নৌবাহিনী প্রধান তার বক্তব্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ-রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ “বানৌজা বিশখালী’ নৌবাহিনীর সক্ষমতার আর একটি মাইল ফলক।

নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজের ন্যায় এ জাহাজটি দেশের নদী ও সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান, মাদকদ্রব্যসহ নিষিদ্ধ বস্তুর অনুপ্রবেশ রোধকরণ, Search and Rescue  অপারেশন পরিচালনা করাসহ অন্যান্য অপারেশনাল কর্মকান্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বন্দরসমূহের নিরাপত্তা প্রদান, সমুদ্র বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, ব্লু-ইকনোমি বাস্তবায়নসহ দেশের যেকোন দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী সর্বদা নিবেদিত। নৌবাহিনীর নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণে একদিকে যেমন বিপুলসংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী Buyer Navy  থেকে Builder Navy  হিসেবে নতুন সক্ষমতায় উন্নীত হচ্ছে। এ জাহাজ নির্মাণ ও কমিশন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ধন্যবাদ জানান।

এর আগে নৌবাহিনী প্রধান অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে কমান্ডার খুলনা নৌ অঞ্চল তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি চৌকশ দল নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com