প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি মাদরাসার পুকুর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৭ বছর। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কাঠেরপুল মাতুয়াইল ইসলামিয়া আলিয়া মাদরাসা ও এতিমখানার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিকেলে স্থানীয় এলাকাবাসী পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। পরে আমাদের খবর দিলে ওই মাদরাসার পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওই কিশোরের পরনে কালো প্যান্ট ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি দুয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ওই কিশোরের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রযুক্তি সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু-বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।