প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
যুদ্ধিবিধ্বস্ত গাজায় ডাউন সিনড্রোমে আক্রান্ত এক শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণকে কুকুর লেলিয়ে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। গাজা উপত্যকার সুজাইয়াতে এই নির্মম ঘটনা ঘটেছে। খবর মিডল ইস্ট আই
২৪ বছর বয়সী ওই তরুণের নাম মোহাম্মাদ বাহর। পরিবারের সঙ্গেই সে বসবাস করত। তবে ডাউন সিনড্রোমে আক্রান্ত হওয়ায় সে স্বাভাবিক জীবনযাপনে অক্ষম ছিল।
মোহাম্মদ বাহরের মা নাবিলা আহমেদ মিডল ইস্ট আইকে বলেছেন, গত ২৭ জুন থেকে সুজাইয়াতে ইসরায়েল বাহিনী ব্যাপক হামলা চালানোর পর তাদের বাড়িতে এসে হাজির হয় সেনারা। এসেই একটি কুকুরকে বাড়ির ভেতরে ছেড়ে দেয়। ওই কুকুরটি মোহাম্মদকে কামড়ে ধরে ছিন্নভিন্ন করে ফেলে।
নাবিলা আহমেদ আরও বলেন, বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে মোহাম্মদকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রচণ্ড চিৎকার করছিলেন মোহাম্মদ।
ইসরায়েল বাহিনী চলে যাওয়ার পর গত বুধবার মোহাম্মদের পরিবার দ্রুত তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান বাড়িতে পড়ে আছে তার গলিত মরদেহ। এ ছাড়া তারা দেখতে পান, মোহাম্মদের মুখমণ্ডল পোকামাকড়ে খাচ্ছিল।
মোহাম্মদ এতটাই অবুঝ ছিলেন যে, তাকে খাইয়ে দিতে হতো। তার সঙ্গে ইসরায়েলি সেনারা যা করেছে তা ভাবতেই পারছি না।