খুলনা প্রতিনিধিঃ
খুলনার দৌলতপুরস্থ নেসার উদ্দিন সড়কের বাসিন্দা মোঃ শেখ হুমায়ুন কবির (৫২) গত ৪জুলাই মৃত্যুবরন করেন। স্বাভাবিক মৃত্যুর কারনে নিয়মানুযায়ী তাকে দফিন করা হয়। তবে মৃত্যুর ৭দিন পর তার ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির (১৬) থানায় হাজির হয়ে পিতার হত্যাকারী হিসেবে নিজেই আত্মসমর্পন করেছে।
বর্তমানে তাকে পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টারে হেফাজতে রেখেছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার খুলনা প্রতিদিনকে বলেন, মেয়েটিকে মানষিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তবে তাকে বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করা হবে। পরবর্তি আইনী কার্যক্রম আদালতের নির্দেশনা মোতাবেক হবে।
জানাযায়, গত ৪ জুলাই রাতে বাবা মোঃ শেখ হুমায়ুন কবিরকে তার ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাওয়ায় এবং পরবর্তীতে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে।