প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবেশী প্রভাবশালীদের প্রাণ নাশের হুমকিতে চন্দ্র শেখর লিটু নামে এক ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা ৩ বছর ধরে বাড়ি ছাড়া রয়েছেন বলে জানা গেছে।শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আন্ধার মানিক গ্রামে গিয়ে আলোচিত চন্দ্র শেখরের ওই ঘরে তালাবদ্ধ দেখা যায়।
চন্দ্র শেখর লিটু ওই আন্দার মানিক গ্রামের মৃত সন্তোষ কুমার ওঝার ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি।ভুক্তভোগী লিটু জানান, প্রতিবেশী মৃত সুধীর রঞ্জন ওঝার ছেলে বাদল ওঝা (বর্তমানে ইউপি সদস্য), সুভাষ, শংকর ওঝা ও তাদের ছেলেরা আওয়ামী লীগের শাসনামলে জোর করে আমার সম্পত্তি দখল করে নেয়। বিগত তিন বছরের বেশি সময় ধরে তারা আমাদের বসতঘরে আসতে দেয়নি। মাঝে মাঝে বাড়িতে আসলেও আমাদের ওপর হামলা চালায়। এ সব ঘটনায় থানায় একাধিক অভিযোগ ও জিডি করা হয়েছে। আমার রান্না ঘরের জমি টুকুও দখল করে নিয়েছে। এ ঘটনায় সুষ্ঠু ফায়সালা পাবার জন্য আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছি।
এ ব্যপারে অভিযুক্ত শংকর ওঝা বলেন কাগজপত্র অনুযায়ী জমি আমাদের। তারপরেও দায়িত্বশীল কোনো ব্যক্তি সুষ্ঠু ফায়সালা দিলে আমরা শালীস ব্যবস্থায় বসতে রাজি।মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, এ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে।