প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
পবিত্র হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোর সব শাখায় আগামী রবিবার অফিস সময়ের পরেও খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত ধর্ম মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সনের হজের নিবন্ধন কার্যক্রম ১৫ ডিসেম্বর শেষ হবে। হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমাদানের স্বার্থে ওইদিন সারা দেশে হজের অর্থ গ্রহণকারী সকল ব্যাংকের শাখা অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন।বর্ণিতাবস্থায়, ১৫ ডিসেম্বর সারা দেশে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও যতক্ষণ অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত হজের নিবন্ধনের অর্থ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।