লিটন কুমার ঢালী, নিজস্ব প্রতিনিধি :
বরগুনার বামনায় নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নবজাতক শিশুটি ছেলে বলে জানা যায়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বামনা উপজেলার চলাভাঙ্গা নামক স্থান থেকে নবজাতকে উদ্ধার করা হয়েছে। চলাভাঙ্গার দাখিল মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশ থেকে সকাল বেলা মাহফুজা আক্তার নামে একজন এ নবজাতক শিশুটি উদ্ধার করেন।
মাহফুজা আক্তারের ভাষ্য মতে, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষ করে হাটতে বের হয়। তখন চলাভাঙ্গা মাদ্রাসার পাশে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। জরা-ছিন্ন কিছু কাপড় পেচানো অবস্থায় নবজাতকে উদ্ধার করে ডৌয়াতলা ইউনিয়নের সৌদি প্রবাসী হাসপাতালে ভর্তি করান। পরে সৌদি প্রবাসী হাসপাতালের কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেলা সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে নবজাতক শিশুটি বরগুনা জেলা সদর জেনারেল হাসপাতালে আইসিউতে ভর্তি আছে। তবে শিশুটিকে দেখতে হাসপাতালে উৎসুক জনতা ভিড় পড়েছে। বাচ্চাটি কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেন এখনো জানা যায় নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, জেনারেল হাসপাতালে কর্মরত ডাক্তার জানায়, আজ মাহফুজা আক্তার নামে একজন বরগুনা জেনারেল হাসপাতালে শিশুটিকে নিয়ে এসেছে। উদ্ধারকৃত শিশুটি ভালো আছে, তবে অতিমাত্রায় ঠান্ডা লাগায় বর্তমানে আইসিউতে ভর্তি করানো হয়েছে। ঠান্ডাজনিত কোনো সমস্যা হয়েছে কিনা তার পরীক্ষা করানো হয়েছে। এখন পর্যন্ত কেউ এই বাচ্চাটি দাবি করে নি এবং থানায় সাধারণ ডাইরীও করা হয় নি।