মহরম হাসান মাহিম(খুলনা)
আজ সন্ধ্যায় কদমতালা কাচারীঘাট বিআইডব্লিউটিএর অনুমোদিত হওয়ার পর বিআইডব্লিউটিএ বুঝিয়া পাইয়াছে।
তৎকালীন সিটিকর্পোরেশন কতৃক পুণরায় অবৈধভাবে জবরদখলের চেষ্টাচালায় এবং বিভিন্নভাবে হুমকি,ভয়ভীতিপ্রদর্শন করে। কিন্তু উপস্থিত জনতা সক্রিয় ভূমিকা পালন করায় প্রচেষ্টা ব্যাহত হয়।
বিআইডব্লিউটি’র অনুকুলে আসায় সরেজমিনে থাকা উপস্থিত জনগন ঘাট-মাঝিরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং মুখে হাঁসি ফুঁটেছে।