প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সারা দেশে সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে ১১ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে রংপুরের মিঠাপুকুরে কুয়াশাচ্ছন্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে চারটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত সাত জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থান থেকে প্রতিদিনের স্বদেশ ও প্রতিনিধিদের পাঠানো খবর—মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আরবিএস ট্রাভেলস, রানী পরিবহন ও অপু পরিবহনসহ যাত্রীবাহী আরেকটি বাস মহাসড়কের জায়গীর-বলদিপুকুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এতে সাত জন আহত হন।
জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার ভীমখালী এলাকায় রাস্তার ভাঙা অংশে অটোরিকশা পড়ে শাহীনূর রহমান (৩৫) নামে এক দিনমজুর নিহত ও সাত জন আহত হয়েছেন। গতকাল জাল্লাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল অফিস :ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার চাপায় গতকাল সকালে নগরীর সরকারি ব্রজমোহন কলেজের সামনে জান্নাতুল মাওয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার প্রতিবাদ ও অন্যান্য দাবিতে দুপুরে সড়ক অবরোধ বিক্ষোভ করে ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। পরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার আশ্বাসে রাত ৮টায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান উপজেলার বাঘানগর ব্রিজের সামনে গত মঙ্গলবার ট্রাকের ধাক্কায় অটোরিকশা গর্তে পড়ে নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন।
খুলনা অফিস : বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারেক রেজওয়ান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে নগরীর খানজাহান আলী সেতু (রূপসা ব্রিজ) সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, ইকড়ি ইউনিয়ন এলাকায় গতকাল নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে রাকিব জোমাদ্দার (২৫) নামে এক যুবক নিহত ও তার বন্ধু আহত হয়েছেন। নিহত রাকিব মঠবাড়িয়া উপজেলার ভগিরথপুর গ্রামের কবির জোমাদ্দারের ছেলে।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী আরিফ উদ্দিন ও ইতালি প্রবাসী সৈকত সরকার নামে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল গোমতী-মেঘনা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে ও সৈকত সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে।
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা জানান, গোয়াইনঘাট-সালুটিকর সড়কের সতি নামক স্থানে গতকাল অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রিফাত আহমেদ কিবরিয়া ও আবু সুফিয়ান নিহত হয়েছেন। নিহত রিফাত বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে ও সুফিয়ান একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তারা দুজনই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী।
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, সৌদি আরবের জুবাইলে সড়কে দুর্ঘটনায় পাথরঘাটার রিপন খান নামে (৪২) এক জনের মৃত্যু হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবে পাথরঘাটার ব্যবসায়ী আকন মোহাম্মদ বশির। রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদতা জানান, রৌমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আলহাজ ইন্তাজল হক (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাইজ উদ্দিন (৩৫) নামের এক যুবক গুরতর আহত হয়। বৃদ্ধ ব্যক্তি উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মৃত্যু পনির উদ্দিনের ছেলে ও আহত যুবক একই উপজেলার গোয়ালগ্রামের জয়নাল উদ্দিনের ছেলে। গতকাল জন্তিরকান্দা নামক স্থানে রৌমারী টু ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।