প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
যৌন হয়রানির মামলায় জেল খেটে বেরিয়ে আবারও শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে এক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী উপজেলায়।বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী অফিস সহকারীকে আসামি করে থানায় মামলা করেন বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন।এ ঘটনায় জড়িতের শাস্তি দাবিতে উপজেলার আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে দুপুরে অফিস সহকারী নুর নবীকে সাময়িক বরখাস্ত করেন আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। এছাড়া বিকেলে ভুক্তভোগী ছাত্রীর মামলার পর থেকে নুর নবী আত্মগোপনে চলে যান।
আসামি মো. নুর নবী ওরফে শেখ ফরিদ (৪২) উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের আহাম্মদপুর চরডুব্বা গ্রামের বাসিন্দা ও আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।পুলিশ ও শিক্ষার্থীরা জানান, ১৯ জানুয়ারি অফিস সহকারী নুর নবীর বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
কিন্তু তার বিরুদ্ধে মামলা না করায় শিক্ষার্থীরা বুধবার দুপুরে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই ব্যক্তির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসহ ফৌজদারি অপরাধের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান, ওসি বায়েজিদ আকন ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।ওসি বায়েজিদ আকন বলেন, নুর নবীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে ২০২২ সালে আরেক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। সেই সময় জেলও খেটেছেন তিনি।