প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে আরব লীগ। গাজাকে ‘খালি’ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর রোববার (২৬ জানুয়ারি) আরব লীগ তীব্র আপত্তি জানিয়েছে।আঞ্চলিক জোটটির জেনারেল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং তাদের (ফিলিস্তিনি) ভূমি থেকে মানুষদের উচ্ছেদকে কেবল জাতিগত নিধন বলা যেতে পারে।
বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুতি, সংযুক্তি বা বসতি সম্প্রসারণের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হয়েছে। এর আগে রোববার মিসরও ট্রাম্পের প্রস্তাবে তীব্র আপত্তি জানায়। কায়রোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজার জনগণ ফিলিস্তিনি ভূমিতেই থাকবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করে।
গাজায় ১৫ মাসের যুদ্ধের পর গত শনিবার ট্রাম্প বলেন, গাজা একটি ধ্বংসাত্মক স্থানে পরিণত হয়েছে। তিনি চান ‘মিশর ও জর্ডান গাজার লোকজনকে নিয়ে যাক’। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, গাজাবাসিদের যে কোনো বাস্তুচ্যুতির লক্ষ্য কেবল ‘ফিলিস্তিনি রাষ্ট্রের উদ্দেশ্যকে নির্মূল করা’। সিসি ট্রাম্পের পরামর্শকে ‘রেড লাইন’ হিসাবে বর্ণনা করেছেন, যা মিশরের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।