নিজস্ব প্রতিবেদক,
বার্তা বাজারের খুলনার নিজস্ব প্রতিবেদক ও মানবাধিকার কর্মী সিনিয়র সাংবাদিক এমডি আল মাসুম খানকে মিথ্যা মামলায় তথা বিনা ওয়ারেন্টে আটক করতে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের তাদের নিজস্ব বাসভবন গতরাত ১০ হইতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ৩ টহল গাড়ি সারারাত বাড়ি ঘেরাও করে রেখেছে। এই প্রতিবেদকের কথা হয় এমডি আল মাসুম খানের সাথে তিনি জানান তার নামে বিগত ৪৯ বছরে কোন ধরনের মামলা বা সাধারণ ডায়েরি হয়নি। তিনি আরো জানান আমাকে কোন মামলা ব্যতীত বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা একজন এসআই এর নেতৃত্বে ৬ ফেব্রুয়ারি রাত দশটার সময় তাদের বাসার কলিংবেল বাজায়। এর কিছুক্ষণ পর পর কেচি গেটের তালা ভাঙ্গার চেষ্টা করছে থানা পুলিশ। আল মাসুম খান দেশবাসী উদ্দেশ্যে বলেন প্রিয় দেশবাসী আমি এমডি আল মাসুম খান একজন অনুসন্ধানী সাংবাদিক। আমি সরকার অনুমোদিত বাংলাদেশের প্রথম শ্রেণীর অনলাইন পোর্টাল বার্তা বাজার এর খুলনার নিজস্ব প্রতিবেদক এর দায়িত্ব পালন করছি। একই সাথে আমি নিউজ বার্তা মেলার প্রকাশকের দায়িত্ব পালন করছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের খুলনা জেলার সদস্য সচিব আমি। আমি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক অনলাইন সংবাদপত্র মিলিনিয়াম টিভি নেটওয়ার্ক এর আন্তর্জাতিক সংবাদদাতা হিসাবে নিয়মিত সংবাদ পরিবেশন করি। গতকাল ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯ টা থেকে আমাদের খুলনা সিটি কর্পোরেশন কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের বাসভবন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘেরাও করে রেখেছে আমাকে আমাকে গ্রেফতারের জন্য। আমার আম্মাজান খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের এসআইকে প্রশ্ন করেছে আমার সন্তান কে কেন খোঁজ করছেন। এসআই জানিয়েছে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মাসুৃম ভাইকে সালাম জানিয়েছে। এখন পর্যন্ত আমাদের ছোট বয়রা মার্কেট রোডের বাসভবনের তালা ভাঙ্গার চেষ্টা করছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। আমি দেশবাসীর কাছে বলতে চাই আমি একজন নিরীহ মানুষ আমার বিরুদ্ধে কোন মামলা নাই তাহলে কেন আমাকে আটক করার জন্য আমাদের বাসভবন ঘেরাও করে রেখেছে। বিনা ওয়ারেন্টে অথবা কোন মামলা ব্যতীত কোন ভদ্রলোকের বাসভবনে সারা রাত সোনাডাঙ্গা থানা পুলিশ কেন অবস্থান করছে। আমাদের মরহুম আব্বাজান বাংলাদেশ কাস্টমসের প্রথম শ্রেণী কর্মকর্তা ( সুপারিনটেনডেন্ট প্রিভেন্টিভ সার্ভিস ) অবসর গ্রহণ করেছে। আমি একজন সাবেক ফুটবলার একই সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও কার্যনির্বাহী কমিটির নির্বাচিত একমাত্র যুগ্মসাধারণ সম্পাদক।
তিনি আরো জানান আমাদের মেইন দরজার কেচি গেটে সরকারবিরোধী প্রচারণার একটি লিফলেট লাগিয়ে রেখেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ যা আমাদের আম্মাজান যে কয়বার দরজা দেখতে ডোর গ্লাসে চোখ দিয়েছেন তিনি বারবার দেখছেন সেই পোস্টারের ছবি।