বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রবিউল ইসলাম (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাশিমনগর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো: রবিউল ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তিনি বীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন, দুপুরে টিভিতে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান স্বীকার করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতল এরির্পোট তৈরি করেন। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামাল দায়ের হয়েছে।