প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
পাঁচ দিন পর খুলনা মহানগর ও জেলার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বেড়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট। খুলনা থেকে ঢাকাসহ ১৮টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে এখনো মানুষের মধ্যে আতঙ্ক আছে। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
আজ বুধবার সকালে নগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনায় কারফিউ শিথিল করা হয়েছে।
এদিকে সহিংসতার চেষ্টা, যান চলাচলে বাধা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে হওয়া নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় হওয়া তিনটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গত চার দিনে মোট গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে।
দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে খুলনায়ও শুরু হয় আন্দোলন। প্রথমদিকে শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেলেও পরবর্তী সময়ে তাঁদের সঙ্গে যুক্ত হয় খুলনার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। তাঁরা নগরের নতুন রাস্তা মোড়, শিববাড়ী মোড় ও জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গত শুক্রবার বিকেলেও শিববাড়ী মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তবে খুলনায় কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আহসান হাবিব প্রথম আলোকে বলেন, কারফিউ শিথিল হওয়ায় খুলনা মহানগরের জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরছে। নগরের তিন থানায় যে তিনটি নাশকতার মামলা হয়েছিল তাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ার পর গত চার দিনে গ্রেপ্তার হয়েছেন ৭৩ জন।
শুক্রবার রাতে দেশব্যাপী কারফিউ জারি হওয়ার পর শনিবার খুলনায় আর বিক্ষোভ অনুষ্ঠিত হয়নি। শহরব্যাপী ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। দোকানপাট, অফিস, আদালত সবই বন্ধ ছিল। বন্ধ ছিল যানবাহন চলাচলও। তবে আজ সকাল থেকে সবই খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন মানুষজনও।
এদিকে আজ সকাল থেকেই নগরের সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা, যশোর, সাতক্ষীরাসহ ১৮টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী কম থাকায় তুলনামূলক কম বাস চলাচল করছে।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে বাস চলাচল করছে, বিকেল পর্যন্ত তা চলবে। রাতে বাস চলাচল করতে পারবে কি না, তা এখন বলা যাচ্ছে না।
খুলনা মহানগর পুলিশের কমিশনার (কেএমপি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, শুরু থেকেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় খুলনার পরিস্থিতি স্বাভাবিক ছিল। কারফিউয়ের কারণে নিরাপত্তা জোরদার করা হয়। আজ সকালে কারফিউ শিথিল করার কারণে জনজীবন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনায় কারফিউ পরিস্থিতি আরও শিথিল হতে পারে।