প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ধর্ষণ-নির্যাতনের মতো অপরাধ সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করতে হবে।রোববার (৯ মার্চ) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ৫৩ জনকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দেশে নারী নির্যাতন বৃদ্ধির কথা স্বীকার করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশে নারী নির্যাতন প্রচুর হচ্ছে। ধর্ষণ, নির্যাতনের মতো অপরাধ যদি দমন করতে না পারি তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হবো। আর এ অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিরোধ করতে হবে। তিনি আরও বলেন, অপরাধ দমন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। তাদেরকে সহযোগিতা করতে হবে।
এ সময় তিনি জানান, মুক্তিযোদ্ধা ও জুলাই শহিদ ও আহতদের কল্যাণে অচিরেই আলাদা অধিদপ্তর করা হচ্ছে। এই অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সবধরনের সহায়তা দেওয়া হবে। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। স্বৈরাচার যদি ৫ (৫ আগস্ট) তারিখে না যেত তাহলে কী হতো? কেউ হিসাব নিকাশ করে আন্দোলনে নামেনি। তারা ত্যাগ, সাহস ও চিন্তা থেকে আন্দোলন করেছেন। তেমনি আন্দোলন ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মধ্যে দেখেছিলাম।
শঅনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন, শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন ও সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মাহবুবুর রহমান। অনুষ্ঠান শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রবেশদ্বার ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’-এর উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ছাড়াও শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।