প্রতিদিনের স্বদেশ ডেস্ক :
দক্ষিণের জনপদ বরগুনায় এক রাতে জোড়া খুনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ( ১২ মার্চ,২০২৫) জেলার দু’টি পৃথক পৃথক জায়গায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার বিবরণীতে জানা যায়, বরগুনা জেলা পুলিশ গভীর রাতে আনুমানিক দেড়টার দিকে জেলা সদরের প্রাথমিক শিক্ষা অফিসের পাশের জঙ্গল থেকে মন্টু চন্দ্র দাস (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন। জানা যায় জয়েশ্বর দাসের ছেলে মিন্টু চন্দ্র দাস, নিহত ব্যক্তির বাসা বরগুনা পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড করইতলায় এলাকায়।
আরও জানা যায়, ১২ মার্চ সকালে বরগুনা সদর থানার পুলিশ মোঃ মিরাজ ( ৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। মোঃ হোসেন আলী ডাক্তারের ছেলে মো: মিরাজ। নিহত ব্যক্তির বাসা বরগুনা সদরের ১ নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর। স্থানীয়রা মনে করছেন, রাতেই মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে ।
নিহত মিরাজ ও মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবী, দু’জনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ জোড়া খুনের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মন্টুর ও মিরাজের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।