প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার পণ্যে আরো শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটাপালটি শুল্ক আরোপে বিশ্ব জুড়ে বাণিজ্যযুদ্ধ বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যা বুধবার থেকে কার্যকর হয় এবং বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য। এর পরপরই ট্রাম্প বলেন, ইইউ যদি আগামী মাসে কিছু মার্কিন পণ্যের ওপর পালটা শুল্ক আরোপের পরিকল্পনা এগিয়ে নেয়, তাহলে তাদের পণ্যে তিনি আরো শুল্ক আরোপ করবেন।তিনি ইউরোপ থেকে আমদানি করা মদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আমাদের কাছ থেকে যতটা চার্জ করবে, আমরাও তাদের কাছ থেকে ততটা চার্জ নেব।’ —সিএনএন