প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। এবারের মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ইংলিশ এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দল পাওয়ার পরও নাম তুলে নেন ব্রুক। এ কারণেই শাস্তি পেতে হল তাকে।ব্রুকের এই নিষেধাজ্ঞার খবরটি ইতোমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইপিএলের এবারের আসরে তো খেলতে পারবেনই না, শাস্তি হিসেবে পরের আসরেও নিষিদ্ধ থাকছেন ব্রুক।
ইন্ডিয়া ট্যুডেকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এ বারের আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিল হ্যারি ব্রুক। পরের বারের আইপিএল থেকেও নিষিদ্ধ করা হল ইংলিশ ব্যাটারকে। পরের আইপিএলে খেলতে চাইলেও পারবেন না তিনি।’ব্রুক জানিয়েছেন, আগামী দিনে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। তার আগে নিজেকে তৈরি করতে চান তিনি। সেই কারণেই আইপিএলে খেলতে পারবেন না।
আগেই বোর্ড থেকে এই নিয়ম ঘোষণা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি নিলামে দল পান এবং তার পর নিজেকে সরিয়ে নেন, তা হলে তাকে দুই আসরের জন্য নিষিদ্ধ করা হবে।