প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সিরাজগঞ্জে এবার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ মার্চ) উপজেলার রামঘাটি গ্রামে এই ঘটনা ঘটে।সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মারা যায়। এই ঘটনা সারাদেশে তোলপাড় তৈরি করে। এর মধ্যেই সিরাজগঞ্জে শিশু ধর্ষণের এই ঘটনা ঘটল। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকালে শিশুটি খেলছিল। সেই সময় এক কিশোর পাশের একটি টয়লেটে ভুক্তভোগীকে ধরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে রাতে শিশুটির আবারও অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, শিশুটির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। রোববার রাতেই ভুক্তভোগীকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছে। একইসঙ্গে ঘটনাস্থলও পরিদর্শন করা হয়েছে। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রায়হান খন্দকার বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বলা যাবে।