স্টাফ রিপোর্টার
ড্যাবের ইফতার পার্টিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রদল সভাপতি ডা:সৈকতের সাথে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা এক টেবিলে বসে ইফতারি করার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদল নেতার এই কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে।
গতকাল ১৭ই মার্চ ড্যাবের ইফতার পার্টিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ছাত্রদল সভাপতির সাথে ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক ডা: মাহীরুল ইসলাম মাহীর, ছাত্রলীগের সহ- সম্পাদক সালমান রহমান সাদিক সহ আরো কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য নিয়ে ড্যাবের ইফতার পার্টিতে উপস্থিত হোন। শুধু তাই নয় ছাত্রলীগের এই সদস্যদের নিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া উদ্যানে ফুল দিতে নিয়ে যায়। এতে ক্যাম্পাসে ছাত্রদলের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। তাহার এহেন কর্মকান্ডে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ক্যাম্পাস ছাত্রদলের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।