প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ঢাকার পল্লবীতে ‘পূর্ব শত্রুতার জেরে’ এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পল্লবী মিরপুর ১১ সাংবাদিক কলোনির পাশে অবদা বিল্ডিংয়ের সামনে মো. সেলিম নামের এই যুবককে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়।
পরে রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।৩৫ বছর বয়সী নিহত সেলিম পল্লবীর স্থায়ী বাসিন্দা গোলাম মোহাম্মদের ছেলে। চার বছর বয়সী এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতেন তিনি।
সেলিমের খালা ইয়াসমিন বলেছেন, ‘ইফতারের পর সাংবাদিক কলোনির পাশে ওয়াপদা ভবনের সামনে ঘুরতে গিয়েছিল সেলিম। সেখানে বেশ কয়েকজন মিলে তার মাথায়, পেটের বাম পাশে ও শরীরে বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তার দাবি, স্থানীয় মাদক কারবারিরা ‘পূর্ব শত্রুতার জেরে’ সেলিমকে হত্যা করেছে। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন,‘ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সেলিমকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ করছি।’