প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার কারণে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলের শুরু থেকে অংশ নিতে পারেননি নাহিদ রানা। তাকে সিলেটে সাদা পোশাকে লড়াই করতে হয়েছে। যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। এবার পিএসএলে নামার অপেক্ষায় রয়েছেন তরুণ এই গতি দানব। এবারের পিএসএলের ড্রাফটে অংশ নিয়েছিলেন মোট ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে দল পেয়েছিলেন তিন জন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। চোটের কারণে শুরুতেই দেশে ফিরতে হয়েছিল লিটনকে। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত ফর্ম করছেন লেগ স্পিনার রিশাদ। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে নাহিদ রানার, তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে।
গতকাল রাতে রিশাদের দলের বিপক্ষে নাহিদের দলের ম্যাচ ছিল। কিন্তু এই পেসার পাকিস্তানে না যাওয়ায় ম্যাচটিতে দুই বাংলাদেশির মুখোমুখি লড়াই দেখা সম্ভব হয়নি। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দিনের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ঐ টেস্ট চার দিনে শেষ হওয়ায় এক দিন আগেই ঢাকা ফিরেছিলেন নাহিদ। সবকিছু ঠিক থাকলে আজ পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রোববার রাত ৯টায় পেশোয়ারের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে নাহিদ রানাকে দেখা যেতে পারে।
এ দিকে আগামী ৯ মে রাত ৯টায় লাহোর-পেশোয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচে রিশাদ-নাহিদের মুখোমুখি লড়াই দেখা যেতে পারে। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগে খেলবেন নাহিদ রানা। তার পিএসএল যাত্রা নিয়ে শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান।টুর্নামেন্টটিতে আতাহার আলী ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। জিম্বাবুয়ে সিরিজে ধারাভাষ্য দিতে তিনি দেশে এসেছেন। চলতি পিএসএলে নাহিদকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। গেল ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। টুর্নামেন্টটির ফাইনাল হবে আগামী ১৮ মে।