লিটন কুমার ঢালী, বেতাগী ( বরগুনা) :
এবার শিক্ষার্থীরা বরগুনার বেতাগী শহরে পরিচ্ছন্নতা অভিযান করেছে । শনিবার (১০ আগস্ট) বরগুনার বেতাগী পৌর শহরে এই পরিচ্ছন্নতা অভিযান।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এতে অংশ নেয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়াও এই অভিযানে অংশ নেয় বিভিন্ন পরিবেশবাদী সামাজিক সংগঠন। সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়।
জানা গেছে, বেতাগী পৌর শহরের রাস্তায় আবর্জনা, পরিত্যাক্ত কাগজপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে অপরিচ্ছন্ন হয়ে যায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৌমিক ব্যাপারি,আমেনা আক্তার,ইমরান হোসেন, মুশফিক রিজওয়ান,ওয়াকিল, আকাশ,অন্তু, সজল মাহমুদ, হোসাইন সিপাহী, সজল মাহমুদ ও সুমন দেবনাথের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থীরা অভিযান চালায়।
শিক্ষার্থীরা নিজেরাই ঝাড়ু, বস্তা – ট্রলি হাতে বেতাগী পৌর শহরের বাজার, উপজেলা পরিষদ চত্ত্বর, সরকারি কলেজ, লঞ্চঘাট এলাকা পরিষ্কার করতে শুরু করে। টানা দুই ঘন্টা চলে এই অভিযান চলে কার্যক্রম। এসময় শিক্ষার্থী হোসেন আলী সিপাহী বলেন, ‘পৌর শহর পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা এবং কোথাও কোন অপরাধ প্রতিহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কার্যক্রম অব্যাহত থাকবে।’
বেতাগী পৌর শহরের টাউন ব্রিজ, বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া গত রাতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির পাহারায়ও শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।