প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
মাওলানা রঈস উদ্দিন সাহেবকে নির্মমভাবে হত্যা করা শুধু একটি ব্যক্তির উপর জুলুম নয়, এটি গোটা জাতির বিবেকের উপর এক নৃশংস আঘাত। যখন একটি সমাজ এমন অবস্থায় উপনীত হয় যে, কারো আক্বিদা বা মতের পার্থক্যের কারণে তাকে জীবন থেকে বঞ্চিত করা হয় — তখন সে সমাজের সমস্ত উন্নয়নের স্বপ্ন, সমস্ত সমৃদ্ধির সম্ভাবনা, সমস্ত বিনিয়োগের আশা ধূলিসাৎ হয়ে যায়।
মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ছাড়া কোনো সভ্যতা টিকতে পারে না। মানুষের জীবন, মর্যাদা ও ন্যায়বিচার যেখানে অনিরাপদ, সেখানে শিল্পায়ন, উন্নতি কিংবা বৈদেশিক বিনিয়োগের কোনো মূল্য থাকে না। উন্নয়ন তখন কেবল বিলাসিতা, আর সমাজ হয় মুল্যহীন নরক।
পানি পর্যন্ত না দিয়ে একজন মানুষকে হত্যা করা — এটি শুধু বর্বরতা নয়, এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। আজ যদি আমরা মৌলিক মানবাধিকার রক্ষা করতে না পারি, তবে আগামীকাল আমাদের নিজেদেরও এই নির্মমতার শিকার হতে হতে পারে। এই ধরনের অন্যায়ের বিচার অনিবার্য। আল্লাহ পাকের আদালত অমোঘ — সেখানে জালিমদের কোনো আশ্রয় থাকবে না।
আমরা মাওলানা রঈস উদ্দিন সাহেবের রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। আর যারা এই জঘন্য অপরাধে লিপ্ত হয়েছে, তাদের কঠিন বিচার হোক দুনিয়া ও আখেরাতে। আমিন।
এখন সময় এসেছে জাতি হিসেবে আত্মসমালোচনা করার — আমরা কোন পথে যাচ্ছি? কোন মূল্যবোধের ভিত্তিতে আগামী প্রজন্মকে গড়ে তুলবো? উন্নয়ন, অর্থনীতি, বৈশ্বিক সম্মান—সবকিছুই নিরর্থক, যদি মানবতা ও ন্যায়বিচারকে আমরা পদদলিত করি। মনে রাখুন, নৈতিক পতনই একটি জাতির প্রকৃত পতন।