প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
মাওলানা রঈস উদ্দিন সাহেবকে যে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এই চরম বর্বরতা ও অমানবিকতার শেষ কোথায়? এই হত্যাকাণ্ড প্রমাণ করে, মতাদর্শিক বিভেদের নামে কিছু চরমপন্থী গোষ্ঠী আজ মানবতার শেষ সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল ।
তিনি বলেন আমরা শান্তিতে বিশ্বাস করি, সহাবস্থানে বিশ্বাস করি, মতভেদকে আলাপ-আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পক্ষপাতী। কিন্তু আজ বাংলাদেশের সুফি আদর্শের সুন্নি সমাজের বিরুদ্ধে যে অন্যায় অবিচার চলছে, তা নিঃসন্দেহে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এই ধরণের নিপীড়ন আমাদের জাতীয় ঐক্যকে ভেঙে চুরমার করে দেবে—ঠিক তখনই যখন জাতি হিসেবে আমাদের সবচেয়ে বেশি ঐক্যের প্রয়োজন।
আমরা এই অবিচার অনতিবিলম্বে বন্ধের দাবি জানাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে অবিলম্বে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং এটি সকল নাগরিকের জন্য সমানভাবে মুক্ত থাকতে হবে।
এই দমন-পীড়নের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—যথেষ্ট হয়েছে। এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তিনি তার ভেরিফাই ফেসবুক আইডিতে এক পোস্ট করেন।