প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বরিশাল বিভাগের উন্নয়নে ২৮ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা। শনিবার (৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়। বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে ও সগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে বিভাগের সাবেক সচিব মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও এনবিআর’র সাবেক সদস্য আবুল কাসেম। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শওকত ইসলাম, শরীফ সারোয়ার আশা, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, বীর মুক্তিযোদ্ধা ড. শাহ আলম, জেলা জজ (অব.) আবদুর রব হাওলাদার, বরগুনা জেলা সমিতির সাধারণ সম্পাদক লায়ন মো. ফারুক রহমান, বেতাগী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, পাথরঘাটা সমিতির সভাপতি এড. আ. করিম, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, বেলায়েত হোসেন, জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস উদ্ভাবিত তিনশূণ্য জিরো দারিদ্র, জিরো বেকারত্ব, জিরো কার্বন নিঃসরণ তত্ত্ব বিশ্বে সমাদৃত। এটি সর্ব প্রথম বরিশাল বিভাগ থেকেই শুরু করার দাবি জানান তিনি।বক্তারা পদ্মা সেতুর নাম শেরে বাংলা সেতু, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা সড়ক ৬ লেনে উন্নীত করা, ঢাকা-ভাঙ্গা-পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন স্থাপন, চীন মৈত্রী হাসপাতাল-এর ১টি বরিশালে স্থাপন, বিষখালি সেতু নির্মাণ, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে বরিশাল বিভাগের সব উপজেলা থেকে প্রত্যাহার করা, আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ ও বরগুনার মেডিকেল কলেজ স্থাপনসহ ২৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানান।