প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
মায়ানমার থেকে নাফ নদী ব্যবহার করে কক্সবাজারের টেকনাফে মাদকের চালান আনার সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।শনিবার (৩ মে) রাতে সাবরাং বিওপি এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। আটক ব্যক্তি মিয়ানমার মংডুর ডেইল পাড়ার মৃত আব্দুল আমিনের ছেলে কামাল হোসেন (৪২)।
রবিবার (৪ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, তাদের কাছে পূর্ব তথ্য ছিলো মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে টেকনাফ সাবরাং এলাকা দিয়ে অনুপ্রবেশ করতে পারে। উক্ত তথ্য মতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তিনি আরও বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত অঞ্চলে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর এবং জিরো টলারেন্স নীতির আলোকে কার্যকর অভিযান অব্যাহত রেখেছে। জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা সুদৃঢ়করণে বিজিবির এই ধরনের অপারেশনাল পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।