প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
“মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেতাগী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১০ মে) সকাল ১১টায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহিন, সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন পারভেজ আসাদ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামাল হোসেন খান , বেতাগী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দৈনিক সংগ্রাম পত্রিকার বেতাগী প্রতিনিধি প্রভাষক শাহাদাত হোসেন মুন্নাসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক , সহকারী শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি বৈষম্যহীন সমাজ গঠনে এই ধরনের উদ্যোগ অপরিহার্য। অনুষ্ঠানে শিক্ষণ উপকরণ তৈরী ও সজ্জাকরণ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও উৎসাহের সাথে অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে এক অনন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।