শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
হ্যামকো গ্রুপে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট, নিরাপত্তা কর্মী-শ্রমিক জিম্মি। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত। এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া ফ্যাসিবাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে — আমীরে জামায়াত। আটরশির মুরিদ খন্দকার শাহজাদা মেম্বারের জীবন কাহিনী । ২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের গনসমাবেশ ইসালামী আন্দোলনের যৌথসভা  খুলনা ওয়েস্টার্ন ইন হোটেলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার। উথলীতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশ থেকে খুলনার রেল যোগাযোগ বন্ধ। তলে তলে ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বরগুনার দক্ষিণ রামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নিল দলবল ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি এলাকা হয়ে গেল ‘এক কিডনির গ্রাম’ ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা খুলনায় বেড়েছে পাটের আবাদ আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা সুন্দরবনে বিষ প্রয়োগে অবৈধ মাছ শিকার: বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ। ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ সার্বিয়ান ভিসাসহ ২০ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, ভারতীয় ট্রাকচালক বেনাপোলে আটক। খুলনায় পথশিশুদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

এক তরুণের স্বপ্ন, হাজারো মানুষের ভরসা বরগুনা তথ্য সেবা অ্যাপসে

ডেস্ক রিপোর্টঃ / ২৫২
আপডেটঃ সোমবার, ১৯ মে, ২০২৫

লিটন কুমার ঢালী, স্টাফ রিপোর্টার:

রাতে হঠাৎ ছেলেটার শ্বাসকষ্ট শুরু হলো, ডাক্তার বা অ্যাম্বুলেন্সের নম্বর কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখনই এক আত্মীয় ‘বরগুনা তথ্যসেবা অ্যাপসের কথা বলল। ডাউনলোড করেই নম্বর পেলাম,অ্যাম্বুলেন্স ফোন দিয়ে ডাক্তারের কাছে ছেলেটাকে নিয়ে গেলাম ছেলেটিকে  বাঁচানো গেল বলেন বরগুনা সদরের গৃহবধূ পারভীন আক্তার।

এ রকম বহু মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে একটি মোবাইল অ্যাপস নাম ‘বরগুনা তথ্যসেবা’। অ্যাপসটি তৈরি করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামের মো.হযরত আলীর সন্তান মো. রিয়াদ হোসাইন। ঢাকায় পরিবার নিয়ে থাকলেও, নিজের জেলা বরগুনার জন্য একটা দায়বদ্ধতা থেকেই জন্ম নেয় এই উদ্যোগ।

বরগুনা তথ্যসেবা অ্যাপস প্রস্তুতকারী রিয়াদ হোসাইন বলেন, ঢাকায় থাকলেও মনে হয় বরগুনার সাথেই আছি। নিজের মানুষগুলোর জন্য কিছু করতে চেয়েছিলাম। তাই ভাবলাম, যদি একটা অ্যাপে জেলার সব দরকারি তথ্য একত্র করা যায়, তাহলে অনেকেই উপকৃত হবে।
বন্ধু আবুবকর ছিদ্দিককে সঙ্গে নিয়ে শুরু হয় তথ্য সংগ্রহের পথচলা। না ছিল বড় কোন টিম, না ছিল অর্থনৈতিক সহায়তা ছিল কেবল এক গভীর ভালোবাসা। নানা সীমাবদ্ধতা আর চ্যালেঞ্জ পার হয়ে অবশেষে তারা গুগল প্লে-স্টোরে ‘বরগুনা তথ্যসেবা’ অ্যাপসটি উন্মুক্ত করতে সক্ষম হন।

এই অ্যাপস এ যুক্ত হয়েছে ৪৩টি বিভাগের প্রয়োজনীয় নম্বর ও তথ্য—হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসন সবই আছে এই অ্যাপস এ। রিয়াদ জানান, প্রথমে শুধু সদর উপজেলা দিয়ে শুরু করেছিলাম, এখন জেলার সব উপজেলা যুক্ত হয়েছে। অ্যাপসটি এখন পর্যন্ত কোনো প্রচারণা ছাড়াই ২ হাজারের বেশি মানুষ ডাউনলোড করেছেন।অ্যাপসের প্রতি মানুষের আস্থা প্রতিদিনই বাড়ছে।

বরগুনার সদর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেছেন, যেকোনো তথ্যের জন্য এখন আমাদের আর দূরে কোথাও যেতে হয় না এখন এক ক্লিকেই সব তথ্য হাতে পেয়ে যাই বরগুনা তথ্য সেবা অ্যাপস এর মাধ্যমে।

পাথরঘাটার তাফালবাড়িয়া এলাকার ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন,একদিন আমার দোকানে এক বৃদ্ধ বাবা আসেন। তার চোখে কান্না, কণ্ঠে অসহায়ত্ব। বলেন, তার স্কুলপড়ুয়া মেয়ে সকালবেলা বের হয়ে আর ফিরে আসেনি। খুব ভেঙে পড়েছিলেন তিনি। তখন আমি বরগুনা তথ্যসেবা অ্যাপ খুলে থানার ওসির নম্বর দিই। তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েটিকে উদ্ধার করে। সেদিন আমি অনুভব করেছি, এই অ্যাপস শুধু তথ্যের মাধ্যম নয়, এটি সংকটে পাশে দাঁড়ানোর এক শক্তিশালী হাতিয়ার।

তালতলীর চরপাড়ার বাসিন্দা হারুন অর রশিদ বলেন, পাশের বাড়িতে আগুন লেগেছিল, আমরা অ্যাপস থেকে ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার নিয়ে দ্রুত ব্যবস্থা নিই। যদি দেরি হতো, বড় দুর্ঘটনা হত।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মো: হাফিজুর রহমান বলেন, এই অ্যাপস শুধু একটি মোবাইল সফটওয়্যার নয় এটি বরগুনার মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ নাম বরগুনা তথ্যসেবা অ্যাপস ।এই অ্যাপসে বরগুনার সকল গুরুত্বপূর্ণ ফোন নাম্বার লিপিবদ্ধ করা আছে।এই অ্যাপসটি ব্যবহার করলে আমরা সকলে উপকৃত হবো।

রিয়াদ হোসাইন বর্তমানে ঢাকার ধানমণ্ডিতে একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন। কাজের ফাঁকে এখনও সময় বের করে অ্যাপটির উন্নয়নে যুক্ত থাকেনকারণ এটা শুধু তার কাজ নয়, এটা তার স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com