লিটন কুমার ঢালী, স্টাফ রিপোর্টার:
নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশুর জন্ম ও নবজাতকের পরিচর্যা নিয়ে এবার ভিন্নধর্মী এক মেলার আয়োজন করা হয়েছে। KOICA-এর অর্থায়নে ও আরডিআরএস কর্তৃক বাস্তবায়িত “জননী” প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছেন উপকারভোগী গর্ভবতী মায়েরা ও তাঁদের শ্বাশুড়িরা।
দিনব্যাপী এই আয়োজনে ছিল গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা, নিরাপদ প্রসব সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা এবং নবজাতকের পরিচর্যা বিষয়ক কর্মশালা।
তবে এটি সাধারণ কোনো মেলা নয়—জাঁকজমক বা কেনাকাটার ভিড় নয়, বরং মা ও শ্বাশুড়ির মধ্যে সম্পর্কের সেতুবন্ধন দৃঢ় করাই ছিল এর মূল লক্ষ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। তিনি বলেন, “নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পরিবারের প্রত্যেক সদস্যের সহযোগিতা দরকার। এই আয়োজন তারই একটি দৃষ্টান্ত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় স্বাস্থ্যকর্মী, জননী প্রকল্পের প্রতিনিধিরা এবং অংশগ্রহণকারী মায়েরা।
মেলায় অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের উদ্যোগ তাদের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতার মনোভাব তৈরি করেছে।
একজন মা বলেন, “আমার শ্বাশুড়ি এখন আমার চিকিৎসা ও খাওয়ার বিষয়ে অনেক বেশি সচেতন। আগে এত কিছু জানতাম না।
এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের।