প্রতিদিনের স্বদেশ ডেস্ক।।
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিব রাদ, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী হৃর্তিক রায়হান ও পিসি কলেজের শিক্ষার্থী মো. ফারদিন। তারা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন আহত শিক্ষার্থী ও তাদের সতীর্থরা।
আহত শিক্ষার্থী হৃর্তিক রায়হান বলেন, গত ৯ আগস্ট বিকেলে বাগেরহাট শহরের পৌর পার্কে তানজিব, ইসরাক ও ফারদিনসহ আমরা বেশ কয়েকজন বসে ছিলাম। এ সময় বাসাবাটি এলাকার ৩-৪ বখাটে আমাদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা কয়েকজন আমাদের ওপর হামলা করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেখান থেকে চলে গিয়ে কিছু পরেই দেশীয় অস্ত্র, লোহার রডসহ ১০-১২ জনের সন্ত্রাসীরা আমাদের মারপিট ও কুপিয়ে আহত করে।