লিটন কুমার ঢালী , স্টাফ রিপোর্টার:
বরগুনা সদর উপজেলার, বদরখালী ইউনিয়নের, ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক ও মা সমাবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যগণ এবং অভিভাবক ও শিক্ষার্থীরা।
এই সমাবেশে শিক্ষার্থীদের ফলাফল তুলে ধরা হয় এবং অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। মা সমাবেশের মাধ্যমে মা-অভিভাবকদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করায় জোর দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।