প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
আমরা বাংলাদেশকে একটি বর্বর ও মায়াহীন রাষ্ট্রে পরিণত করতে চাইনা উল্লেখ করে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনের ভিতরে কোনধরনের দখলদারিত্ব মেনে নেওয়া হবে না। গাজীপুরের বনে ৮০ একর জায়গা উদ্ধার করতে আমাদের প্রায় ৩ মাস সময় লেগে গেছে। কাজেই মন্ত্রণালয়গুলো এক হয়ে কাজ করতে হবে। আর সরকারকে আলাদা করে ভাবা ঠিক হবেনা। সবকিছুতে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থও টানা যাবেনা।সোমবার (২৬ মে) দুপুরে শেরপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ধৈর্য্য আর ব্যবহারের পরিবর্তন আনতে হবে সবার আগে। কারণ পাহাড়ে মানুষের আগে হাতির বসবাস। বন ও হাতির ক্ষতি করলে আমরা বাঁচতে পারবো না। ইউক্যালাপটাস, আকাশমণি গাছ লাগিয়ে গারোপাহাড়ের পরিবেশ নষ্ট করেছে বনবিভাগ।তিনি দ্রুত সময়ে এসব গাছ নিধন করে হাতির পরিবেশ উপযোগী গাছ রোপণ করার নির্দেশ দেন। ইআরটি টিমকে প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী করার আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা।এসময় তিনি বন্যহাতি দ্বারা আক্রমণের শিকার দুই পরিবারকে ৩ লাখ করে ৬ লাখ ও ফসল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করেন।