প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। প্রথম স্কোয়াডেই বেশ চমক রেখেছেন ইতালিয়ান এই কোচ। এই দলে জায়গা হয়নি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের। এই দলে জায়গা না পেলেও নেইমার পরিকল্পনায় আছে এবং থাকবে বলে জানিয়েছেন আনচেলত্তি। নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় তিনি বলেন, ‘যারা ছন্দে আছে আমি সেসব খেলোয়াড়দের বাছাই করার চেষ্টা করেছি। নেইমার সম্প্রতি ইনজুরিতে ছিলেন। সবাই জানে নেইমার ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময়ই সবার পরিকল্পনায় আছে এবং থাকবে।’আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে আছেন ক্যাসেমিরো। ২০২৩ এর অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলে ফেরাদের তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলা অ্যান্টনি ও টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন। রিচার্লিসনও ২০২৩ এর অক্টোবরের পর প্রথম ডাক পেয়েছেন।এছাড়াও দলে ডাক পেয়েছেন চেলসি থেকে ধারে স্ট্রাসবার্গে খেলা আন্দ্রে সান্তোস। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই ২১ বছর বয়সী। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। গোলরক্ষক হিসেবে অ্যালিসন বেকার ও বেন্তোর সঙ্গে ডাক পেয়েছেন করিন্থিয়াসের হুগো সৌজা।